ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার কোটি টাকা ব্যয়ে মাল্টিলেভেল অটোমেটিক কার পার্কিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
চার কোটি টাকা ব্যয়ে মাল্টিলেভেল অটোমেটিক কার পার্কিং

চট্টগ্রাম: নগরীর বিপনী বিতানে (নিউ মার্কেটে) প্রথমবারের মতো ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাল্টিলেভেল অটোমেটিক কার পার্কিয়ের উদ্বোধন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

শনিবার (২২ এপ্রিল) বিকালে নগরীর নিউ মার্কেটে কার পার্কিয়ের উদ্বোধন করেন সাবিহা মুছা এমপি ও সিডিএচেয়ারম্যান আবদুচ ছালাম।

উদ্বোধনকালে সাবিহা মুছা এমপি বলেন, বিপনী বিতান চট্টগ্রামের ঐতিহ্য কেউ চট্টগ্রামে আসলেই দেখতে আসতেন এবিপনী বিতান যদিও নিউ মার্কেট নামে এইটি সমাধিক পরিচিত এর নির্মাণ শৈলী, র্যাম, চওড়া গলি, পর্যাপ্ত আলো,বাতাস রয়েছে আরো রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ও চলমান সিড়ি আজকে মাল্টিলেভেল কার পার্কিং স্থাপনেরমাধ্যমে সিডিএ চেয়ারম্যান আবারো প্রমাণ করলেন তিনি কথায় নয় কাজেই বড় হতে চান।

আবদুচ ছালাম বলেন, দেশে প্রথম কোনো মার্কেটে এক্সেলেটর লিফট বা চলমান সিড়ি সংযোজন হয়েছিল চট্টগ্রাম নিউ মার্কেট এবার চালু হল স্বয়ংক্রিয় ও বহুতল গাড়ি পার্কিং ব্যবস্থা। অনেকেই বলে থাকেন চট্টগ্রাম হবে সিঙ্গাপুর আমি তা বলি না,আমি বলি চট্টগ্রাম হবে বিশ্বের আধুনিকতম শহরের একটি যেখানে বিশ্বের আধুনিকতম সকল সুবিধা বিদ্যমান থাকবে এবংঅনেক শহরই চট্টগ্রামের মত করে গড়ে তোলতে চাইবে।

তিনি আরও বলেন, বিপনী বিতানে ডিজিটাল কার পার্কিং সংযোজন একটি ধারণা, এটি একটি নিদর্শন স্বল্প জায়গারসর্বোচ্চ ব্যবহারের এ ধারণা ও নিদর্শননগরীতে বিদ্যমান গাড়ি পার্কিং সমস্যা নিরসনে পথ দেখাবে আমাদের যৌবনেরস্মৃতিময় নিউ মার্কেটেই প্রথম এ ধরনের ব্যবস্থা চালুকরণও স্মৃতিময় হয়ে থকবে চিরকাল।

বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহম্মদ সাগিরের সভাপতিত্বে প্রদীপ চৌধুরী টিংকুর সঞ্চালনায় সভায় ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলরও সিডিএ বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, বোর্ড সদস্য আ ম ম টিপু সুলতান চৌধুরী,এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন, বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খুরশিদ আলম বক্তব্য রাখেন ।

সাত তলা বিশিষ্ট স্বয়ংক্রিয় এ মাল্টিলেভেল অটোমেটিক কার পার্কিংয়ে প্রত্যেক তলায় রয়েছে ৫টি  স্লেট কোড সম্বলিতকার্ড পাঞ্চিংয়ের মাধ্যমে কার পার্কিং করা যাবে প্রত্যেকটি স্লেটে ১টি করে গাড়ি রাখা যাবে স্বয়ংক্রিয় গাড়ি মুভমেন্টেরজন্য প্রথম ছয় তলায় একটি করে স্লেট খালি রাখা হবে এবং ৭ম তলায় রাখা হবে ৫টি গাড়ি।  অর্থাৎ মাত্র ৫টি গাড়ি রাখারস্থানে রাখা যাবে ২৯টি গাড়ি।

বাংলাদেশ সময় : ২২৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।