ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বি ফ্রেশ লুক স্মার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বি ফ্রেশ লুক স্মার্ট আলোজ্বা’র উদ্বোধন করলেন নোবেল

চট্টগ্রাম: ‘বি ফ্রেশ লুক স্মার্ট’ এ প্রত্যয়কে সামনে রেখে নগরীর হালিশহরের কে ব্লকে চালু হয়েছে ‘আলোজ্বা’ বিউটি কেয়ার। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে  কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের স্বনামধন্য মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল।

উদ্বোধনকালে দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা পরিচালক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, বিজিএমই এর পরিচালক মামুন ছালাম, স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার শিল্পী আহমেদ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা, ক্রীড়া ব্যক্তিত্ব দিদারুল আলম, স্থপতি আশিক ইমরান, প্রফেসর মঞ্জরুল কিবরিয়া, বাংলানিউজের চট্টগ্রামের ব্যুরো এডিটর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার তপন চক্রবর্তী, ডা. খুরশিদ জামিল চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর কামাল অনুভূতি ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ‘আধুনিকতার যুগে সকলেই স্বাস্থ্য সচেতন ও সৌন্দর্যপ্রিয়।

ব্রান্ডিং প্রতিষ্ঠান সকলের কাছে সহসাই জনপ্রিয় হয়ে উঠেছে। এ ক্ষেত্রে শুরু থেকেই যদি ব্রান্ড অক্ষুণ্ন থাকে, তাহলে গ্রাহকেরা ভিড় করবেই।
আমরা আলোজ্বা’র সফলতা কামনা করছি। ’ 

স্বাগত বক্তব্যে আলোজ্বা’র ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ ফিরোজ বলেন, আলোজ্জ্বা একটি আন্তর্জাতিকমানের বিউটি কেয়ার ব্রান্ডিং প্রতিষ্ঠান। বন্দরনগরী চট্টগ্রামে এ শিল্পকে আধুনিকায়ন করতে আলোজ্বার যাত্রা শুরু হলো। দেশি-বিদেশি স্বনামধন্য বিউটিশিয়ান দ্বারা এ বিউটি কেয়ার পরিচালিত হবে।

সৌন্দর্য সচেতন মানুষদের সেরামানের সেবা দেয়ার লক্ষে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ‘আলোজ্বা’ বিউটি কেয়ার। নগরীর হালিশহর কে ব্লকে এ বিউটি কেয়ারে গ্রাহকেরা পাবেন পছন্দময় হেয়ারকাট, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর, বরকনে সজ্জ্বা, বডি ও ফুট মেসেজ, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং সহ আরো ‍নানা সেবা।

‘আলোজ্বা’তে আছে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আলাদা জোন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী হৈমন্তী রক্ষিত মান।

আলোজ্বা’র উদ্বোধন করলেন নোবেল

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।