ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কল্পনা দত্তকে নিয়ে বই লেখাতে ইতিহাস সমৃদ্ধ হলো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
কল্পনা দত্তকে নিয়ে বই লেখাতে ইতিহাস সমৃদ্ধ হলো ‘কল্পনা দত্ত: এক অগ্নিকন্যার জীবন ও সময়’ বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম: ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কল্পনা দত্ত। চট্টগ্রামে যে ব্রিটিশবিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের বিপ্লবী নেত্রীও তিনি। এই মহান নেত্রীকে নিয়ে বই প্রকাশ করেছেন লেখক শরিফ শমসির। 

বইটি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেছেন, ‘এই কল্পনা দত্ত পুর্নেন্দু দস্তিদারের মাধ্যমে মাস্টার দা সূর্য সেনের সঙ্গে পরিচিত হন। এর আগে তিনি শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশবিরোধী আন্দোলন করেন।

এমন একজন বিপ্লবীকে নিয়ে প্রথম কোনো লেখক বই লেখায় বাংলাদেশের ইতিহাস আরও সমৃদ্ধ হলো। ’

শনিবার (২২ এপ্রিল) বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে লেখক শরিফ শমসির রচিত ‘কল্পনা দত্ত: এক অগ্নিকন্যার জীবন ও সময়’ শীর্ষক পুস্তকের প্রকাশনা উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. অনুপম সেন বলেন, ‘১৯৩০ সালের দিকে নারীদের বিপ্লবী দলে প্রবেশের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল। কিন্তু বিপ্লবের ক্ষেত্রে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদারের সামনে এসব প্রতিবন্ধকতা বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। তবে তাদের দলে নিয়ে সহযোগিতা করেন মাস্টার দা। ’

তিনি বলেন, ‘সেই সময়েও নারীরা পেছনে পড়ে থাকতে চায়নি। তারা সামনে এসে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন করতে গেলে যে নিশ্চিত মৃত্যু হবে সেটির পরোয়া ও করেননি তারা। ’

আলোচকের বক্তব্যে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, ‘কল্পনা দত্তের মত বিপ্লবীদের আমরা সম্মান জানাতে পারিনি। যেটি আমাদের জন্য সবচেয়ে দুঃখের। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের  সম্মান জানিয়েছিলেন। ’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘বিএনপি ও জামায়াত কোনোদিন তাদের স্বীকার করেনি। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তানই ছিল। জিয়াউর রহমান পাকিস্তানের দালাল ছিলেন। বাংলাদেশকে তারা পাকিস্তানি করার চেষ্টা করছিল। ’

এ সময় আরও বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারি শফি, অধ্যাপক ড. ভুঁইয়া ইকবাল, আলম খোরশেদ ও মুনির হাসান।

‘কল্পনা দত্ত: এক অগ্নিকন্যার জীবন ও সময়’ বইটি প্রকাশ করেন অনিন্দ্য প্রকাশনী। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অনিন্দ্য প্রকাশনীর আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সিমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু হানিফ।

অনুষ্ঠানে উদীচী জেলা সংসদের সদস্যরা সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।