ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চেম্বারে বাজেট আলোচনা রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
চট্টগ্রাম চেম্বারে বাজেট আলোচনা রোববার

চট্টগ্রাম: ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো.নজিবুর রহমান।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করছে। রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেটে অন্তর্ভূক্তির জন্য শুল্ক, ভ্যাট ও আয়করসহ সংশ্লিষ্ট বিষয়ে চেম্বার সদস্যদের সুচিন্তিত অভিমত, পরামর্শ ও সুপারিশ সম্পর্কে বিস্তারিত অবহিত হবেন।

এতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, উর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের কমিশনারগণ, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।