ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য রোমেল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য রোমেল

চট্টগ্রাম: লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আরমান বাবু রোমেল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পুনরায় সদস্য মনোনীত হয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে সরকার দেশের বিশিষ্ট সাত সমাজকর্মীকে এই পদে মনোনীত করে।

মোহাম্মদ আরমান বাবু রোমেলকে একই পদে কো-অপ্ট করা হলে বর্তমানে পরিষদের সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৮।

উল্লেখ্য, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করা মোহাম্মদ আরমান বাবু রোমেল বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

এর আগে তিনি বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তিনবার সদস্য মনোনীত হন। বর্তমানে তিনি পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) লোহাগাড়ার নির্বাচিত চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।