ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বলী খেলার মাঠ পরিদর্শন করলো মেলা কমিটি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বলী খেলার মাঠ পরিদর্শন করলো মেলা কমিটি বলী খেলার মাঠ পরিদর্শন করলো মেলা কমিটি

চট্টগ‌্রাম: নগরীর লালদীঘি ময়দানে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার মাঠ পরিদর্শন করেছেন মেলা কমিটির সদস্যরা।

শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মাঠ তৈরির কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন বলী খেলা বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, রবি’র জেলা সেলস ম্যানেজার নাজমুল করিম, আবদুল জব্বারের বলী খেলা বৈশাখী মেলা কমিটি কমিটির কর্মকর্তা সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল ও আখতার আনোয়ার চঞ্চল প্রমুখ।

আগামী ২৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় লালদীঘির ময়দানে জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হবে।

 বলী খেলার উদ্বোধন করেবেন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি থাকবেন রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নজির আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।