ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুপুর বারোটার আকাশে নামলো সন্ধ্যা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
দুপুর বারোটার আকাশে নামলো সন্ধ্যা! বেলা ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ, দেখে যেন মনে হয় বারোটার আকাশে নামলো সন্ধ্যা

চট্টগ্রাম: মেঘাচ্ছন্ন আকাশ। ঘুমকাতুরে আবহাওয়া। দিনের এ অলস সময়টাতে হয়তো ঘুমে জড়িয়ে আসতে পারে চোখ। কিন্ত‍ু তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটতে না কাটতেই নামলো সন্ধ্যা। একটুখানি ঘুমের মধ্যেই সন্ধ্যা! এও কি সম্ভব?

শনিবার (২২ এপ্রিল) দিনের বেলায় চট্টগ্রামের আকাশে যেন নেমে আসে সন্ধ্যা। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা ১১টা থেকে আকাশে মেঘ জমতে শুরু করে।

  আর বেলা ১২টার দিকে হঠাৎ নেমে আসে অন্ধকার। সঙ্গে মেঘের গর্জন।
যেন দিনের বেলায় নেমে এসেছে সন্ধ্যা। ফলে এ সময়টাকে সন্ধ্যা বলে ভুল করে থাকতে পারেন কেউ কেউ।

বেলা ১২টার আকাশে সন্ধ্যা নামিয়ে চলে মেঘেদের হুংকার। পরে চলে টানা ঘণ্টা-দেড়েকের বৃষ্টি। অন্ধকারের কারণে এ সময়টাতে রাস্তায় যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।  

এ সময়টাতে নগরীর চকবাজার থেকে জামালখানের বাসায় যাচ্ছিলেন ব্যবসায়ী মো. মোরশেদ। বাংলানিউজকে তিনি বলেন, চকবাজারে মার্কেটের ভেতর কম্পিউটারে একটি কাজ করছিলাম। তখন বেলা সাড়ে ১১টা। জরুরি কাজে বাইরে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। ভাবলাম, সন্ধ্যা কখন নামলো। একটু আগে না সকাল ছিল! পরে ঘড়ি দেখে বুঝতে পারলাম সকালটা সকালই আছে, শুধু আকাশটা বদলে গেছে।

টমটম চালক শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, অদ্ভুত ব্যাপার! ২০ মিনিটের ভেতর চারিদিকে পুরো অন্ধকার। দেখছেন তো লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আরও দুইদিন অর্থাৎ ২৪ এপ্রিল (সোমবার) পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।