ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি মানববিজ্ঞান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি মানববিজ্ঞান বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের অভিষেক অনুষ্ঠানে অতিথিরা

চট্টগ‌্রাম: বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য পংকজ দেবনাথ বলেছেন, গীতা সনাতনী সমাজের দলিল স্বরূপ, যার মাধ্যমে এই সম্প্রদায় পরিচালিত হতে পারে। গীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান।

তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যৎ প্রজন্মকে স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজে শিষ্টাচার বজায় রাখতে হবে।

নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

শুক্রবার ঐতিহ্যবাহী জেএম সেন হলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাগীশিক মহানগর সংসদের সভাপতি নিখিল রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী জগদীশানন্দ গিরি মহারাজ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন বাগীশিক মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার।

মহান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী, সিএমপি’র অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিষেক পরিষদের আহবায়ক তপন কান্তি রায়, সদস্য সচিব প্রদ্যুৎ বিশ্বাস, সমন্বয়কারী ডা. দেবাশীষ মজুমদার।

সংগঠক পান্না তালুকদার ও অধ্যাপিকা সুপর্ণা রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা চন্দনময় নন্দী টিটু, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, অসিত কর, অমল দাশ, আশুতোষ সরকার, প্রকৌশলী আশুতোষ দাশ, সুলাল কান্তি চৌধুরী, পৃষ্ঠপোষক স্বপন সাহা, অধ্যাপিকা পপি সাহা, সুকুমার দাশ, সহ-সভাপতি কাউন্সিলর নীলু নাগ, রূপক কুমার রক্ষিত, উত্তর জেলার সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, উত্তর জেলার সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত কীর্ত্তনীয়া রথীন মিত্র ও অনন্যা দত্ত। এছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-পার্থসারথী পূজা, শ্রীমদ্ভগবতগীতা পাঠ, গীতা প্রতিযোগিতা, সাংগঠনিক সভা, ধর্মসম্মেলন, পুরস্কার বিতরণ, বৈদিক নৃত্যাঞ্জলি, সঙ্গীতানুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।