ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ও সিলেটে পাহাড়ধসের আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
চট্টগ্রাম ও সিলেটে পাহাড়ধসের আশঙ্কা অতি ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বজ্রঝড়ের ঘনঘটা বেড়ে যাওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় পাহাড়ধসের আশঙ্ক‍া রয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বাংলানিউজকে এসব তথ্য জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিস্টেন্ট মাহমুদুল আলম।

তিনি জানান, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামে কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

২১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় পড়েছে ৩২ মিলিমিটার বৃষ্টি।

ভারী বৃষ্টির সঙ্গী জোয়ার, জলাবদ্ধতার দুর্ভোগ বাড়ছেই

দুঃখ প্রকাশ মেয়র নাছিরের

দু’ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, নগরীর নিম্নাঞ্চলে জলজট      

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।