ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কালবৈশাখী ঝড়ের কারণে বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালের বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ফলে নগরবাসীকে পরতে হয়েছে ভোগান্তীতে। দুই নম্বর গেইট, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, পতেঙ্গা, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়াসহ বিভিন্ন নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে ডুবে গেছে।

ভারী বৃষ্টিতে কোমরপানি। এরমধ্যেই পেটের দায়ে রিকশা নিয়ে বেরিয়েছেন চালকরা।

ছুটির দিনেও যারা কাজে বের হয়েছেন তাদের নিয়ে ছুটছেন গন্তব্যে।

বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র

মুরাদপুর এলাকায় বুক সমান পানিতে চলাচল করছে বাস-ট্রাক।

বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র

নগরীর দুই নম্বর গেইট এলাকায় জলাবদ্ধতার কারণে কোন যানবাহন না পেয়ে কোমরপানিতে সাইকেল নিয়ে নেমেছেন এক ব্যক্তি। বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র

ষোলশহর এলাকায় কোথায় হাঁটুপানি কোথাও কোমরপানি। এরমধ্যেই চলাচল করছেন পথচারীরা।

বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র দুই নম্বর গেইট এলাকায় শপিং কমেপ্লক্সের পেছনে রাস্তায় জমে আছে পানি। পানির কারণে রাস্তায় থাকা গর্ত দেখতে পায়নি রিকশাচালক। ফলশ্রুতিতে যাত্রীসহ রিকশা গেল উল্টে।

বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র

ময়লা আবর্জনায় ভরে গেছে চাক্তাই খাল।   পানি নামার জায়গা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বৃষ্টিতে জলাবদ্ধতার চিত্র

জোয়ারের পানিতে ভেলা বানিয়ে শিশুসন্তানকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন এক বাবা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।