ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরজুড়ে বিক্ষোভে ছাত্রলীগ, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
নগরজুড়ে বিক্ষোভে ছাত্রলীগ, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধ নগরজুড়ে বিক্ষোভে ছাত্রলীগ (ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

চট্টগ্রাম: নগরীর কাজির দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ এবং গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার বিকেলে কাজির দেউড়ির মোড় থেকে ফেরার পথে নগর ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।   হামলার পর দুই গ্রুপে নগরীর বিভিন্ন স্থানে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

  পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়া পুলিশের সঙ্গেও তাদের সংঘাত হয়েছে।    

জিইস এলাকায় সড়ক অবরোধ করে ছাত্রলীগ।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/GEC-clash-0320170418194342.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বাংলানিউজের কাছে অভিযোগ করেছেন, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী ‘সন্ত্রাসীরা’ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে।   এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও বিক্ষুব্ধ হয়ে উঠে।  

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার এ এস এম মোবাশ্বের হোসাইন বাংলানিউজকে বলেন, ওয়াসার মোড়ে ছাত্রলীগের এক গ্রুপের উপর হামলা হয়েছে।   এরপর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।   গাড়ি ভাংচুরের চেষ্টা হয়েছে।   তবে আমাদের সামনে কোন গাড়ি ভাংচুর করতে দেখিনি।   আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।   যানবাহন চলাচলে কোন সমস্যা হয়নি।

দিদারুল আলম মাসুম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।   আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে আ জ ম নাছিরের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা আছে।

জিইস মোড় এলাকায় ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করে পুলিশ।

এদিকে নগরীর বহদ্দারহাটে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে বলে খবর পাওয়া গেছে।  নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনান বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের কিছু ছেলে বহদ্দারহাটে হঠাৎ সড়কের উপর বসে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল।   ১০ মিনিটের মধ্যে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেছি।

নগরীর কাজির দেউড়িতে আউটার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নির্মাণাধীন সুইমিং পুল ঘেরাও করতে গিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় ছাত্রলীগ।  

বিকেল ৫টার দিকে ওমনগণি এমইএস কলেজ ছাত্রলীগের শ’খানেক নেতাকর্মী কাজির দেউড়ি থেকে ওয়াসার মোড় দিয়ে জিইসি মোড়ের দিকে যাচ্ছিল।   ওয়াসার মোড়ে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

ওয়াসার মোড়ে দায়িত্বরত প্রত্যক্ষদর্শী এক পুলিশ সদস্য বাংলানিউজকে বলেন, প্রথমে লালখান বাজারের ভেতর থেকে কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়।   এরপর হঠাৎ দৌড়াদৌড়ি শুরু হয়।   দা, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রুপ মারামারি শুরু করে।   পুলিশ ধাওয়া দিয়ে তাদের ওয়াসার মোড় থেকে সরিয়ে দেয়।  

নগর ছাত্রলীগের নেতাদের সূত্রে ‍জানা গেছে, ওয়াসার মোড় দিয়ে যাবার সময় শরীফ নামে তাদের এক কর্মীকে কয়েকজন মিলে জোর করে ধরে লালখান বাজারের ভেতরে নিয়ে যায়।   তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।   শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ধাওয়া খেয়ে জিইসি মোড়ে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর শুরু করে।   এসময় অন্ত:ত ৪-৫টি যানবাহন তারা ঢিল ছুঁড়ে ক্ষতিগ্রস্ত করে বলে বাংলানিউজকে জানান জিইসি মোড়ে দায়িত্বরত খুলশী থানার একজন উপ-পরিদর্শক (এসআই)।

জিইসি মোড় এলাকায় গাড়ী ভাংচুর করে ছাত্রলীগ কর্মীরা।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জিইসি মোড়ের বাসিন্দা প্রত্যক্ষদর্শী এক নারী বাংলানিউজকে বলেন, আমি বাসার জানালা দিয়ে দেখছিলাম।   লোহার রড, কিরিচ নিয়ে তারা গাড়ি ভাংচুর করেছে।  

এসময় আতংকে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায় বলে জানান ওই নারী।

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়ি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।   তারা জিইসি মোড়ে লাঠিচার্জ শুরু করে।   পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এক গ্রুপ ষোলশহরের দিকে এবং আরেক গ্রুপ গোলপাহাড়ের দিকে চলে যায়।

ষোলশহরের দিকে যাবার পথে হোটেল লর্ডস ইনের সামনে আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে।   পুলিশও তাদের ধাওয়া দিয়ে সিএণ্ডবি কলোনির গলিতে (মামুন কমিশনারের গলি হিসেবে পরিচিত) ঢুকিয়ে দেয়।  প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়ে আসে।  

 

নুরুল আজিম রণি বাংলানিউজকে বলেন, অস্ত্র ব্যবসায়ী মাসুমের অনুসারীরা কোন ধরনের উসকানি ছাড়াই আমাদের উপর হামলা করেছে।   আমরা মাঠ রক্ষার আন্দোলন করছিলাম।   এটা কোন রাজনৈতিক আন্দোলন নয়।   মাসুমের নির্দেশে তারা পরিস্থিতিকে ভিন্নখাতে নেয়ার জন্য আমাদের উপর হামলা করেছে।

দিদারুল আলম মাসুম বাংলানিউজকে বলেন, আউটার স্টেডিয়ামে গন্ডগোল করে যাবার সময় লালখান বাজার মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।   আমি বিষয়টি জানতাম না।   আমি হার্টের রোগী।   কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছি।   এখন বাসায় বিশ্রামে আছি।   আমার নির্দেশ দেয়ার সুযোগ কোথায় ?

গত রোববার (১৬ এপ্রিল) খেলার মাঠ দখল করে সুইমিং পুল নির্মাণ বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় নগর ছাত্রলীগ।   নির্ধারিত সময় শেষে সুইমিং পুল ঘেরাও কর্মসূচিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।