ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হিমোফিলিয়া প্রতিকারে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ চাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
হিমোফিলিয়া প্রতিকারে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ চাই হিমোফিলিয়া প্রতিকারে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ চাই

চট্টগ্রাম: বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০১৭ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত সভায় বক্তারা বলেছেন, ভয়াবহ রোগ হিসেবে চিহ্নিত হিমোফিলিয়া প্রতিকারে ব্যাপক জনসচেতনতা ও সুচিকিৎসা, পুনর্বাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার। বিশ্বে প্রতি ১০ হাজারে একজন হিমোফিলিয়া রোগী রয়েছে।  

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে শোভাযাত্রা ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।   

চমেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও হিমোফিলিয়া সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রাটি প্রিন্সিপ্যাল লবি থেকে শুরু হয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সব বিভাগের প্রধান, ডাক্তার, নার্স হিমোফিলিয়া সোসাইটির কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের হিমোফিলিয়া সোসাইটির মিশিগান শাখার কর্মকর্তা মো. মাসুম চৌধুরী, রোগীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।