ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ফোন পেয়ে বের হলো, লাশ হয়ে ফিরে এলো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
‘ফোন পেয়ে বের হলো, লাশ হয়ে ফিরে এলো’

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদের সাউথল্যান্ড সেন্টারের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) সকাল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খুরশীদ আলম বলেন, ‘আমার ছেলে ফোন পেয়ে বের হলো, লাশ হয়ে ফিরে এলো। আমি ছেলে হত্যার বিচার চাই।

’  

ডবলমুরিং থানার এসআই মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, স্বজনরা বলেছেন সাদ্দাম একটি কসাইয়ের দোকানে কাজ করতেন। সকালে সাদ্দামের মোবাইলে একটি কল আসে।

কথা বলতে বলতে তিনি বাসা থেকে বের হয়ে আসেন। এরপর জানতে পারেন মৌলভীপাড়া মোড়ে সাদ্দামকে কারা ছুরি মেরেছে। গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তার বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এসআই হেলাল।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।