ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের টিফিনের ব্যয়ভার নিল ব্যবস্থাপনা কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
শিক্ষার্থীদের টিফিনের ব্যয়ভার নিল ব্যবস্থাপনা কমিটি  লায়ন রূপম কিশোর বড়ুয়াসহ অন্য অতিথিরা

চট্টগ্রাম: স্কুল ফিডিং কার্যক্রমের অংশ হিসেবে রাউজান উপজেলার উত্তরা নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থীর টিফিনের সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিল স্কুল ব্যবস্থাপনা কমিটি। এ ধরনের মহতি উদ্যোগ নেওয়ায় স্থানীয় প্রশাসন প্রাথমিক শিক্ষার প্রসারে যুগোপযোগী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) উত্তরা নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন রূপম কিশোরবড়ুয়া সভার উদ্বোধন করেন।

 

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুপ্রভা বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল্ মামুন। এসময় রাউজান ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান মজুমদারমহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া,  অনুপম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অরুণ বড়ুয়া ও সীমা পালিতের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২১০০ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।