ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজের ৯ নাবিক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজের ৯ নাবিক  উদ্ধার বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজের ৯ নাবিক উদ্ধার

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ভাষানচর এলাকায় ডুবে যাওয়া এমভি সাগর শাপলা নামে একটি লাইটার জাহাজের ৯ নাবিককে উদ্ধার করেছে কোস্টাগার্ড। বুধবার দুপুরে কোস্টগার্ডের টহল জাহাজ রূপসী বাংলার নাবিকরা তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃত নাবিকরা হলো- জাহাজের মাস্টার এম আলাউদ্দিন (৩৪), এম শহিদুল (২৪), এম আরমান (২৮), এম ছাদেক আলী (৩৫), শুভ রহমান (১৮), এম উজ্জ্বল হোসেন (২৫), তারেক হাসান (২৩), এম কবির হোসেন নিলু (৩৬), এম তারেক রহমান (২৪)।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম কোস্ট গার্ড ঘাটিতে নিয়ে আসে।

পরে তাদেরকে নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুধবার সকালে নগরীর কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট থেকে ৭০০ টন কয়লা নিয়ে যাত্রা শুরু করে এমভি সাগর শাপলা।

সকাল সাড়ে ১০টায় লাইটার জাহাজটি বঙ্গোপসাগরের সান্দ্বীপ চ্যানেলের ভাষানচর নামক এলাকায় পৌঁছলে বাতাসের কবলে পড়ে।

এ সময় অতিরিক্ত রোলিং পিচিং এর কারনে লাইটার জাহাজের ভেতরে পানি ঢুকে যায়। এতে জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। এ সময় ওই জাহাজের কাছাকাছি থাকা এম ভি কাফেলা-২ নামে আরেকটি জাহাজ কোস্ট গার্ডের নিয়মিত টহলে থাকা সিজিএস রুপসী বাংলা জাহাজকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে রুপসী বাংলা জাহাজের অধিনায়ক লে. কমান্ডার জুলহাস ফয়সাল ডুবতে থাকা লাইটার জাহাজটিকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছে। পরে জাহাজের ৯ নাবিককে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৪৪ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।