ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১৮ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাস খাদে পড়ে ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাস খাদে পড়ে ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিন্দু, মোরশেদ, রাব্বি, হাসান, আমির, হাসান মোহাম্মদ, রাজু, টুম্পা, তানভির হাসান, চম্পা, শুভ, নাসরিন, মিশু বড়ুয়া, কামরুল, রাশেদ, শাওন, সৌরভ, শওকত, জাহেদ।
 
আহতরা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চন্দনাইশ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।


 
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের  পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা বাংলানিউজকে জানান, চন্দনাইশের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে আসা শহরম‍ুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পটিয়ার শান্তিরহাট এলাকায় খাদে পড়ে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।

বর্তমানে হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে এবং একজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।