ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভাস্বর’র মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
‘ভাস্বর’র মোড়ক উন্মোচন স্মারকগ্রন্থ ‘ভাস্বর

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা স্মারকগ্রন্থ ‘ভাস্বর’র মোড়ক উন্মোচন করা হয়েছে।  বুধবার (২৯ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইন মাঠে সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম ও নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার।

সভাপতিত্ব করছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমদ। বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, এসআই আবুল কাশেম প্রমুখ।

ভাস্বরে স্থান পেয়েছে মো. নুরুল আনোয়ার, মো. সাহাবউদ্দিন, দেবদাস ভট্টাচার্য, মুহাম্মদ রেজাউল মাসুদ, আহমেদ আমিন চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ ফরিদ, জামাল উদ্দিন, মো. আবদুর রব, আব্দুস ছাত্তার, জয়নুল টিটো, মোহাম্মদ শাহাজাহান মিয়া, উৎপল বড়ুয়া দিপু, প্রণব বল, ঋত্বিক নয়ন, রমেন দাশগুপ্ত, নাসির উদ্দিন হায়দার, এসএম রানা, ইসমত মর্জিদা ইতি, আহসানুল কবির রিটন, মিঠুন চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, এফএম মিজানুর রহমানের লেখা, স্মৃতিকথা, প্রতিবেদন ও কবিতা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।