ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরাজিত শক্তি স্বাধীনতার মূলনীতি ধ্বংস করতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
পরাজিত শক্তি স্বাধীনতার মূলনীতি ধ্বংস করতে চায় বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম

চট্টগ্রাম: ‘বাঙালির স্বাধীনতার মূলনীতিকে ধবংস করতে আবারও মরিয়া হয়ে উঠেছে একাত্তরের পরাজিত শক্তি। তারা এবার  জঙ্গিরূপে আবির্ভূত হয়েছে।’

সোমবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম এসব কথা বলেন।
 
নগরীর ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সিডিএ চেয়ারম্যান আরও বলেন, জঙ্গিরূপে আবির্ভূত হয়ে তারা সারা দেশে একের পর এক তাণ্ডব চালাচ্ছে।
এদের প্রতিহত করতে একাত্তরের মতো আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সারা দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এ ধরনের অপশক্তিকে পরাজিত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
 
 
বাকলিয়া ওয়ার্ড কার্যালয় মাঠে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুনুর রশীদের সভাপতিত্বে ও মো. শাহজাহানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক সৈয়দ ছগীর আহমেদ, আবদুল মান্নান, মো. ইলিয়াছ, সৈয়দ কুতুব উদ্দিন, মো. সেকান্দর, মো. এয়াকুব।
 
বক্তব্য দেন মো. হারুন, মো. শওকত, মনির, মনছুর, সাইফু, মো. ফারুক, মো. মানিক, রানা, নাঈম রনি, মো. জনি, মো. বখতিয়ার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad