ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর নিবন্ধন শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর নিবন্ধন শুরু

চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে নিবন্ধন শুরু হয়েছে।  

পুনর্মিলনীতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থী এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের নিবন্ধনের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
পুনর্মিলনী উপলক্ষে অনলাইনে আবেদনের জন্য brhs.ffibd.com এ লগইন করার অনুরোধ করতে বলা হয়েছে।


বিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ, সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।   তবে পুর্নমিলনীর সময় এখনও নির্ধারণ হয়নি বলে এত জানানো হয়েছে।

নিবন্ধনের জন্য ০১৯৪০১৯৮৮২৩, ০১৬১৬-৮০৬৪৮৯, ০১৮১৪৯-৩৩১৮২৫, ০১৬৭৫-৯২০৭১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।