ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টমসকে গতিশীল করতে পরামর্শ চাইলেন দুদক কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
কাস্টমসকে গতিশীল করতে পরামর্শ চাইলেন দুদক কমিশনার

চট্টগ্রাম: কাস্টমসকে গতিশীল করতে পরামর্শ চাইলেন দুদক কমিশনার নাছির উদ্দিন চৌধুরী। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম কাস্টমস হাউস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি পরামর্শ আহ্বান করেন।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার এএফএম আবদুল্লাহ খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় দুদক কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

সভার শুরুতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।



দুদক কমিশনার বলেন, আমরা এখানে ধরপাকড় করতে আসিনি। সরকারের গুরুত্বপূর্ণ এই অফিসকে কীভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়ে আলোচনা করবো।
আপনারা পরামর্শ দেবেন।

সভায় কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট, দুদক কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।