ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হিমাগারে দেড় টন জাটকা, কর্মকর্তার কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
হিমাগারে দেড় টন জাটকা, কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার ইছানগর এলাকায় পেনিনসুলা কোল্ড স্টোর নামে একটি হিমাগারে অভিযান চালিয়েছে র‌্যাব।  এসময় সেখান থেকে ১ হাজার ৬৭২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযান শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে।

র‌্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমান জানান, পেনিনসুলা হিমাগারের ব্যবস্থাপক আফসার আহাম্মদকে মৎস্য সংরক্ষণ আইনের ৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান।

উদ্ধার করা জাটকা ইলিশের আনুমানিক দাম ৮৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।