ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন প্রজন্মকে চারিত্রিক ‍গুণাবলি শেখাতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নতুন প্রজন্মকে চারিত্রিক ‍গুণাবলি শেখাতে হবে পুরস্কার বিতরণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী

চট্টগ্রাম: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, আদর্শিক ও চারিত্রিক গুণাবলি দিয়ে শিক্ষিত করে তুলতে হবে। তারা যাতে সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি, নৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে জ্ঞান সমৃদ্ধ হয় সে ব্যাপারে শিক্ষক-অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে।

রোববার (২৬ মার্চ) রাউজানের কদলপুর আইডিয়াল হাইস্কুল ও গ্রীণ সাইন কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি মোহসিন চৌধুরী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে সফল করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. মফিজুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠক বিশ্বজিত ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন ডা. চৌধুরী মোহাম্মদ সওকত ওচমান, মাস্টার কাজী সিরাজুল ইসলাম, সাইফুদ্দিন পারভেজ, কাজী মোহাম্মদ ইছমাঈল, এসএম খালেদ আনছারী, এসএম মখছুদুল আলম, জাকারিয়া চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাশ, সাইফুল হক চৌধুরী সাহাবু, মুরাদুল হক চৌধুরী, মুজিবুর রহমান, ফরহাদুর রহমান চৌধুরী, মো. ইদ্রিচ, মাহাতাব উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।