ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নন্দনমঞ্চ’র উদ্বোধনী আয়োজনে আসছেন হাসান আরিফ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নন্দনমঞ্চ’র উদ্বোধনী আয়োজনে আসছেন হাসান আরিফ

চট্টগ্রাম: সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি চট্টগ্রামে যাত্রা শুরু করছে নতুন একটি আয়োজক সংস্থা নন্দনমঞ্চ। বৃহস্পতিবার (৩০ মার্চ) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে উদ্বোধনী আয়োজনে একক আবৃত্তি পরিবেশন করবেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সন্ধ্যে সাতটায় শুরু হবে অনুষ্ঠান।

দর্শনীর বিনিময়ে এই আবৃত্তি আয়োজনের টিকেট পাওয়া যাবে টিআইসি কাউন্টারে। এতে আরও আবৃত্তি করবেন বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী।

 

নন্দনমঞ্চের পরিচালক সঞ্জয় পাল জানান, মূলত সংস্কৃতিমান মানুষের মঞ্চ হিসেবেই কাজ করতে চায় নন্দনমঞ্চ। পাশাপাশি আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন শিল্পকে সাধারণের কাছে পৌঁছে দিতে থাকবে নানা উদ্যোগ।

এছাড়া দেশীয় সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থেকে প্রসার ঘটাতেই চান শিল্পের শিল্পিত রূপ। ধারাবাহিকভাবে চট্টগ্রামের দর্শকদের দিতে চান চিরায়ত বাংলার নানা শিল্পের স্বাদ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।