ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুরাদপুরে আগুনে পুড়ল ৮০ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মুরাদপুরে আগুনে পুড়ল ৮০ বসতঘর মুরাদপুরে আগুনে পুড়ল ৮০ বসতঘর (ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

চট্টগ্রাম: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৮০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে নগরীর মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার পাশে চেয়ারম্যান কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মুরাদপুরের চেয়ারম্যান কলোনিতে বেলা ১১ টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের (চন্দনপুরা, আগ্রাবাদ, কালুঘাট ও বায়েজিদ) গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু ও উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুসুদ্দীর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ওই এলাকার স্থানীয় মামুনুল ইসলাম গং এর মালিকানাধীন ৮০টি ছোট ছোট কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনে ৮ লাখ টাকার ক্ষতিও হলেও প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
 
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুসুদ্দী বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে মুরাদপুরের চেয়ারম্যান কলোনির ছোট ছোট ৮০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।