ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাসিরাবাদ স্কুলের ৯৬ ব্যাচের পুনর্মিলনী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নাসিরাবাদ স্কুলের ৯৬ ব্যাচের পুনর্মিলনী নাসিরাবাদ স্কুলের ৯৬ ব্যাচের পুনর্মিলনী

চট্টগ্রাম: নাসিরাবাদ সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়ের ’৯৬ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকসহ শিক্ষকসহ ’৯৬ ব্যাচের বন্ধু শিক্ষার্থী যারা অকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে পুনর্মিলনী সম্প্রতি নগরীর ফয়’স লেক এমিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে গিফট ও টি-শার্ট বিতরণ, স্মৃতিচারণ অনুষ্ঠান, ফানুস উড়ানো ও জমকালো আতশবাজির আয়োজন করা হয়। ’৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বন্ধুদের মধ্যে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে যান।
 
প্রাক্তন সকল বন্ধুদের হাত দিয়ে ’৯৬ ব্যাচের পুনর্মিলনী স্মারক স্মৃতি “কৈশোর” মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের আহবায়ক কমিটির সদস্য সচিব মোবারক উল্লাহ মাসুম, এসহান বিন ইব্রাহিম ও মোহাম্মদ জসিম উদ্দিন এ অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, শাহেদ আয়াতউল্লাহ খান, আমজাদ হোসেন চৌধুরী, এটিএম মোসলেহ্ উদ্দিন, রাসেল আহমেদ, তৌফিক ওয়াহিদ খান, আবুল খায়ের শরীফ, মো. জাহেদুল ইসলাম রনি, সাইফুল ইসলাম রাসেল, সৈয়দ মো. মাঈনুল হক জিলানী, মোরশেদ মহিউদ্দিন, মনির চৌধুরী টিটু, মো. আলী মাসুদ, আবু সৈয়দ নেসারুল হক, সুমন ভট্টাচার্য, মাহমুদুল হক, শংকর, হামিদুল হক, দৌলত আহসান মিশা, মহিউদ্দিন পারভেজ, মোসাহিদ নওশের আলম, জুলহাস আজাদ, রুবেল দত্ত ও মো. আল আমিন।
 
অনুষ্ঠান সফলে সার্বিক সহযোগিতায় প্রবাসে অবস্থারত ’৯৬ ব্যাচের সকল বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ’৯৬ ব্যাচের প্রাক্তন ছাত্রের জনপ্রিয় ব্যান্ডদল মাসুম এন্ড দ্যা ব্লুজ।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসবি/আইএসএ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।