ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, উচ্ছেদ অভিযান শুরু পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, উচ্ছেদ অভিযান শুরু। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, উচ্ছেদ অভিযান শুরু

অভিযানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের সরে যেতে সতর্ক করা হয় এবং অবৈধভাবে বসবাসকারী বেশ কয়েকটি বাসা-বাড়ির বিদ্যুৎ, পানির লাইনের সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়।



অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, হাবিবুল হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।