ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণসামগ্রীর যন্ত্রে ডিটারজেন্ট পাউডার তৈরি !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
নির্মাণসামগ্রীর যন্ত্রে ডিটারজেন্ট পাউডার তৈরি ! লাইন্সেস ছাড়াই নির্মাণসামগ্রী মেশানোর যন্ত্র দিয়ে এ ডিটারজেন্ট পাউডার তৈরি হচ্ছে সীতাকুণ্ডে

চট্টগ্রাম: লাইন্সেস ছাড়াই নির্মাণসামগ্রী মেশানোর যন্ত্র দিয়ে ডিটারজেন্ট পাউডার তৈরির সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পড়ল কারখানা মালিক। সোমবার (২৭ মার্চ) বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাসেমনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।
 
তিনি বাংলানিউজকে জানান, অরূপ মল্লিক নামের অন্যজনের লাইসেন্সের ফটোকপি দিয়ে ডিটারজেন্ট পাউডার বানাচ্ছিল মুজিবুর রহমান নামে এক ব্যক্তি।
সে দুই
জন দৈনিক কর্মচারীকে দিয়ে ‘আই এক্সট্রা’ নামে ডিটারজেন্ট পাউডার বানিয়ে প্যাকেটে ভরে বাজারে সরবরাহ করে। তারা ভবন বা ছাদ ঢালাইয়ের মসলা (উপকরণ) মেশানোর যন্ত্রে নানান উপাদান মিশিয়ে এ গুঁড়া সাবান বানাচ্ছিল।
পরে চামচ দিয়ে তা প্যাকেটজাত করে থাকে। এসব অপরাধে এবং লাইন্সেস দেখাতে না পারায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসবি/টিসি
 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।