ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্কোয়াশ টুর্নামেন্ট উদ্বোধন করলেন সালমান ইস্পাহানী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
স্কোয়াশ টুর্নামেন্ট উদ্বোধন করলেন সালমান ইস্পাহানী টুর্নামেন্টের উদ্বোধন করেন এমএম ইস্পাহানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী।

চট্টগ্রাম: এমএম ইস্পাহানী বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় ইস্পাহানী বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টস্ স্কোয়াশ ওপেন টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যে সাড়ে ছয়টায় চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সুইমিংপুল চত্বরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন এমএম ইস্পাহানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী।

বিশেষ অতিথি ছিলেন এমএম ইস্পাহানী লিমিটেডের পরিচালক মির্জা সাকির ইস্পাহানী।

চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্কোয়াশ রেকেট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর হামিদ সোহেল, চট্টগ্রাম ক্লাব স্কোয়াশ সাব কমিটির কনভেনার ইউসুফ আলী মনসুর প্রমুখ বক্তব্য দেন।

স্কোয়াশ সাব কমিটির সদস্য অমানত হোসেন আরমানের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সোহাগ।

ক্লাব পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাদা আলম, সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জাবেদ হাশেম নান্নু, ইমরান আহমেদ, রুমানা হয়াত, এমএন আজাদ চৌধুরী, রবি শংকর দাশ, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মঞ্জুরুল আলম পারভেজ, মিডিয়া সমন্বযকারী জাহিদুল করিম কচি প্রমুথ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ স্কোয়াশ রেকেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এ টুর্নমেন্টে বাংলাদেশ নৌবাহিনী, বিএম অফিসার্স ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, এলিট পেইন্ট, এবিসি লিমিটেড, অনন্ত গ্রুপ, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব ও চট্টগ্রাম ক্লাব দলসহ মোট ৯টি দলের ৩৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।  

স্কোয়াশ ওপেন টুর্নামেন্টের লোগো উন্মোচন

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।