ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা পরিষদে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
চট্টগ্রাম জেলা পরিষদে স্বাধীনতা দিবসের আলোচনা সভা বক্তব্য রাখছেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম

চট্টগ্রাম: উৎসাহ, উদ্দীপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। রোববার (২৬ মার্চ) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে পুষ্পমাল্য প্রদানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা হয়।

ফুল দেওয়ার সময় চেয়ারম্যানের সঙ্গে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী, সচিব শাব্বির ইকবাল, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, মোহাম্মদ ইউনুছ, ড. মাহমুদ হাসান, অ্যাডভোকেট উম্মে হাবিবা প্রমুখ উপস্থিত ছিলেন।  

পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা পরিষদের অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্ব বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

তাঁদের কারণেই আমরা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি। স্বাধীনতার ৪৭ বছরে এসে আমরা যে দেশে বাস করছি, তা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। যার নেতৃত্ব পাকিস্তানি দোসরদের হাত থেকে এ দেশ স্বাধীন হয়েছিল।  বতর্মানে তাঁরই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুখি ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।