ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোয়া লাখ ইয়াবাসহ ৭ মিয়ানমারের নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
সোয়া লাখ ইয়াবাসহ ৭ মিয়ানমারের নাগরিক আটক ১ লাখ ২৮ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমারের নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার: সেন্টমার্টিনের ৬ কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ১ লাখ ২৮ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমারের নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৬ মার্চ) সকাল নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাছ ধরার নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারটিও জব্দ করা হয়।

আটকরা হলেন মিয়ানমারের দেবাইন গ্রামের মো. হাকিমের ছেলে আব্দুল জলিল (৪০), আবদুর রহমানের ছেলে মজি রহমান (১৮), মো. মাহমুদ উল্লাহর ছেলে শহিদুল আমিন (৫০), দ্বীন মোহাম্মদের ছেলে রফিক (৪৫), মাহমুদের ছেলে আব্দুল মালেক (৬০), মো. তাসুনের ছেলে মো. আয়াস (২৫) এবং মো. তাহেরের ছেলে মো. গনি (৩০)।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক জানান, আটক ইয়াবা এবং ট্রলারের আনুমানিক মূল্য ৬ কোটি ৪৫ লাখ টাকা।

আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপার্দ করার প্রক্রিয়া চলছে।      

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।