ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরল শহীদ মিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরল শহীদ মিনার শ্রদ্ধা আর ভালবাসার ফুলে ফুলে ভরে গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি:উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধার্য্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (২৬ মার্চ) ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার। 

সকাল ছয়টা ৮ মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এরপর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামীলীগ।  ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এরপর একে একে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক শ্রদ্ধা জানান শহীদদের।

শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই, আরআরএফ, শিল্প পুলিশের পক্ষ থেকেও।  

প্রটোকল অনুযায়ী শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয় শহীদ মিনার। পৌনে সাতটায় ফুল নিয়ে আসেন বাঁশখালী ফাউন্ডেশন। এরপর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এনজিও ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন ফুল দিয়েছে শহীদ মিনারে।  

শহীদ মিনারে ফুল দিতে আসা সরকারি সিটি কলেজের ছাত্র আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরও চট্টগ্রামে একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হয়নি এটি দুভার্গ্যজনক। আমরা একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলই ডিসেম্বর শহীদ মিনারেই ফুল দিতে আসি। এতে আমাদের শিশু-কিশোরদের সামনে সঠিক ইতিহাস ফুটিয়ে তোলা যায় না। তারা তালগোল পাকায়। সম্প্রতি মেয়র পুরোনো সার্কিট হাউসের সামনের শিশুপার্ক তুলে দিয়ে সেখানে স্মৃতিসৌধ গড়ার ঘোষণা দিয়েছেন। আশাকরি, দ্রুত বাস্তবায়ন হবে।  

শ্রদ্ধা আর ভালবাসার ফুলে ফুলে ভরে গেছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার।   ছবি:উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুচকাওয়াজ প্যারেড গ্রাউন্ডে

অন্যান্য বছর এমএ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে হলেও এবার চট্টগ্রাম কলেজসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। এরপর যথারীতি দুপুর ১২টায় সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সংবর্ধনা।  

চসিকের স্বাধীনতা স্মারক প্রদান অনুষ্ঠান টিআইসিতে

বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।   এবার মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিশু চিকিৎসায় ড. প্রণব কুমার চৌধুরী, নারী আন্দোলনে বেগম রুনু সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া ও ক্রীড়ায় মোজাম্মেল হক পদক পাবেন।

স্বাধীনতার বইমেলায় শিশু সমাবেশ

ডিসি হিলে চার দিনব্যাপী স্বাধীনতার বইমেলার সমাপনী আজ। সকাল সাড়ে ১০টায় থাকবে শিশু সমাবেশ। ইনার হুইল ক্লাবের সাবেক চেয়ারম্যান খালেদা আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। বিকেল সাড়ে পাঁচটায় লেখক-পাঠক সম্মিলনে সভাপতিত্ব করবেন কবি ওমর কায়সার। প্রধান অতিথি বংশীবাদক ক্যাপ্টেন (অব.) ওস্তাদ আজিজুল ইসলাম। সন্ধ্যা সাতটায় মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন আহমেদ, আবদুল আহাদ চৌধুরী ও শফিক আহমেদ মুন্সীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।