ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আড্ডা থামল রেলিং ভেঙে, তারপর…

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আড্ডা থামল রেলিং ভেঙে, তারপর…

চট্টগ্রাম: ছাদের রেলিং ভেঙে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে।

নিহত ছাত্রের নাম আশরাফুল আলম (১৫)। আশরাফুল বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার নুরুল আলমের ছেলে।

শনিবার বিকেল পাঁচটার দিকে ওই এলাকার রফিক ম্যানসনের সামনের দোতলা ভবনের ছাদে আড্ডা দেওয়ার সময় রেলিং ভেঙে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল পরিবারের সঙ্গে মোহরা এলাকায় থাকতো। সে এবার স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হান্নান বাংলানিউজকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ছয়টায় আশরাফুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।