ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমিতিরহাটে রশিদ আহমেদ চৌধুরী পাঠাগারের উদ্বোধন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
সমিতিরহাটে রশিদ আহমেদ চৌধুরী পাঠাগারের উদ্বোধন শিক্ষক রশিদ আহমেদ চৌধুরী গণপাঠাগার

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের খোশাল মুন্সির বাড়িতে প্রয়াত রশিদ আহমেদ চৌধুরী পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।  শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন।

পরে সমিতিরহাট ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারুল আজিম আরিফ। এতে সভাপতিত্ব করেন পাঠাগার পরিচালনা পরিষদের সভাপতি হারুন অর রশিদ।

নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা.জসীম উল হাসান, সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান খোকন, শিক্ষক সমীরণ বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে সাবেক উপাচার্য বলেন, প্রয়াত শিক্ষক রশিদ আহমেদ চৌধুরী জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে ফটিকছড়ির জনগণের মাঝে বেঁচে থাকবেন।

 সারাজীবন তিনি শিক্ষার আলো ছড়ানোর কাজে ব্যয় করেছেন।  প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ হিসেবে সমাজে সমাদৃত ছিলেন।

উপাচার্য আরো বলেন, ইন্টারনেট এর প্রতি বর্তমান তরুণ সমাজের মারাত্মক আকর্ষণ রয়েছে।  ই-লাইব্রেরিতে বই পড়ার সুযোগ থাকলেও নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার আনন্দ পাওয়া যায় না।  শিক্ষার্থীদের বইমুখি করতে এ ধরনের পাঠাগার গড়ে তোলার উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, কেবল সনদ অর্জনই জ্ঞানের মূল কথা নয়। পড়তে হবে জানার জন্য। আর এজন্য যেতে হবে লাইব্রেরিতে।   

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।