ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালো রাতে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রদীপ প্রজ্জ্বলন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
কালো রাতে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রদীপ প্রজ্জ্বলন সেক্টর কমান্ডার্স ফোরামের প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি (ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

চট্টগ্রাম: একাত্তরের পঁচিশ মার্চের ভয়াল কালো রাত স্মরণে চট্টগ্রামে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।  এসময় দিনটিকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা।

শনিবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জলনের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়।   সংগঠনের বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও সাবেক কাউন্সিলর আবু তাহের।

সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের মধ্যে ড. মাহমুদ হাসান, এডভোকেট বি কে বিশ্বাস, নুরে আলম সিদ্দিকী, খালেদা আকতার, আনোয়ারুল হক চৌধুরী বাবুল, মাহফুজুল হক চৌধুরী, ফজল আহমেদ, গৌরিশংকর চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল কাশেম বক্তব্য রাখেন।

২৫ মার্চ গনহত্যা দিবসে চট্টগ্রাম শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে সেক্টর কমান্ডার্স ফোরাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা ।                                             <div class=

ছবি: উজ্জ্বল ধর " src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/0320170325210738.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />

এছাড়াও বক্তব্য রাখেন ইমাম হোসেন, ফাতেমা ইদ্রিস, সাইফুন্নাহার, আলী আকবর, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, সরওয়ার আলম মনি, মনোয়ার জাহান মনি, পংকজ রায়, পলাশ বড়ুয়া, কামরুল আজম টিপু, কামাল হোসেন রিজভী, আরিফ মঈনুদ্দিন, কামাল উদ্দিন, ইফতেখার রাসেল, দীপন দাশ, সোহেল ইকবাল, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, মহিউল ইসলাম সোহেল, জাহাঙ্গীর আলম ও আবু ঈসা

বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাতের গণহত্যা শুধু একরাতের হত্যাযজ্ঞ ছিলনা।   এটি ছিল বিশ্ব সভ্যতার ইতিহাসে এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।  নয় মাসে এত বিপুল সংখ্যক মানুষ হত্যা ও নারী নির্যাতিত হওয়ার দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে বিরল।   

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।