ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা দিবসে সেই ‘কাদামাখা মাইক্রোবাস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
স্বাধীনতা দিবসে সেই ‘কাদামাখা মাইক্রোবাস’

চট্টগ্রাম: একাত্তরে পাকিস্তানি সামরিক জান্তার নির্দেশে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপর।বাঙালিকে তারা নির্বিচারে হত্যা করেছিল।যদিও বাঙালিরাও পদে পদে মার খায়নি, গড়ে তুলেছিল প্রতিরোধ। অস্ত্র হাতে যুদ্ধ করেছিল পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে।

যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি সৈন্যদের তত্ত্বাবধানে বাঙালি যুবকদের নিয়ে গড়ে ওঠা আলবদর বাহিনী নেমেছিল ঘৃণিত একটি নীলনকশা বাস্তবায়নে। বেছে বেছে বাঙালী বুদ্ধিজীবীদের রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করেছিল তারা।

হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল একটি ‘কাদামাখা মাইক্রোবাস’।

সেই নজিরবিহীন হত্যাকাণ্ডের কিছু সত্য ঘটনা নিয়ে রচিত হয়েছে প্রামাণ্য নাটক 'কাদামাখা মাইক্রোবাস' ।

এ নাটকটি রচনা করেছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। ও নির্দেশনা দিয়েছেন সাহিদ এমরান শিসু।

স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকাল ১০টায় থিয়েটার জয়বাংলা এর আয়োজনে কাদামাখা মাইক্রোবাস নামের এ পথ নাটকটি প্রদর্শিত হবে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ ও ডিসি হিল চত্বরে।

নাটকটিতে অভিনয় করেছেন রথী দাশগুপ্ত, সাইদুল ইসলাম মিটন, জান্নাতুল মাওয়া অন্তু, জয় কুমার দাশ, শুভময় বড়ুয়া, এসএম তাসরিক আনাম পার্থ, টিনা বড়ুয়া, সারোয়ার জাহান চৌধুরী, ফারজানা আক্তার সাথী, নাসরিন আকতার পুষ্পা, মিশু গুপ্ত, আদনান বিন আকতার চৌধুরী, শাহনিম শবনম তন্বি, জান্নাতুল নাঈমা সিদ্দিকা নিশা, প্রাঙ্গণ বড়ুয়া শুভ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।