ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোটারির সিএসআর পার্টনার হল এএনজেড প্রোপার্টিজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
রোটারির সিএসআর পার্টনার হল এএনজেড প্রোপার্টিজ

চট্টগ্রাম: আন্তর্জাতিক সামাজিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের ডিসট্রিক্ট-৩২৮২ এর সিএসআর পার্টনার হল দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান এএনজেড প্রোপার্টিজ লি।

শনিবার দুপুরে কক্সবাজারের ইনানীস্থ রয়েলটিউলিপ রিসোর্ট এ রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট ইলেক্ট এবং সেক্রেটারি ইলেক্ট ট্রেনিং সেমিনার (পেসেটস- ২০১৭) এর সমাপনী অধিবেশনে ডিসট্রিক্ট গভর্নর ইলেক্ট প্রফেসর ড. তৈয়ব চৌধুরী এবং এএনজেড প্রোপার্টিজ লি. এর প্রধান পরিচালন কর্মকর্তা রোটারিয়ান প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

রোটা বছর ২০১৭-২০১৮ এ রোটারি ডিসট্রিক্ট-৩২৮২ এর সিএসআর পার্টনার হিসাবে নানা রকম সেবামূলক কাজে আর্থিক এবং সামাজিক অংশগ্রহন নিশ্চিত করবে দেশের অন্যতম শীর্ষ এ কর্পোরেট প্রতিষ্ঠান ।

এসময় রোটারির পক্ষে উপস্থিত ছিলেন রোটারি গভর্নর শহীদ আহমেদ চৌধুরী, পিডিজি আব্দুল আহাদ, পিডিজি মনজুরুল হক, ডিজিএন ডিলনাশীন মহসিন, ডিজিএনডি প্রফেসর আতাউর রহমান পীর, পিপি ডা. মইনুল ইসলাম মাহমুদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।