ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা দিবসে ফ্রি চিকিৎসা সেবা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
স্বাধীনতা দিবসে ফ্রি চিকিৎসা সেবা

চট্টগ্রাম: স্বাধীনতা দিবসের দিন (রোববার) চাকতাই মহল্লা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র ও শ্রমজীবি মানুষের কল্যাণে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে।

এদিন সকাল ৯টা থেকে চাকতাইয়ের  মোহসেনা হাশেম প্রি-ক্যাডেট হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরেণ্য শিক্ষাবিদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অনুপম সেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার।

চিকিৎসা সেবায় মেডিসিন ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. শেখ শফিউল আজম, মানসিক বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোস্তফা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রীতি বড়ুয়া, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল কাশেম চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, নিওরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সালাহউদ্দিন,  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহানেওয়াজ সিরাজ মামুন, ডা. মোহাম্মদ আইয়ুব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওসমান গণি, ডা. ফারুক হোসেন, ডা. মোহাম্মদ সোহেল রানা, দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ হাসান ও খতনা ক্যাম্প, কর্ণ ও নাক ছেদন পরিচালনা করবেন একদল সার্জারি চিকিৎসক।

 

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।