ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টলার ২৩ মনীষীর নামে কর্নার ডিসি হিলে

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
চট্টলার ২৩ মনীষীর নামে কর্নার ডিসি হিলে উদ্বোধনী দিনেই জমজমাট ছিল স্টলগুলো। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: এ জনপদের ২৩ মনীষীর নাম জ্বলজ্বল করেছে ডিসি হিলে। ছোট্ট সোনামণিরা বানান করে উচ্চারণ করছে নামগুলো। নবীন প্রজন্মের অনেকই হয়তো এই প্রথম নাম শুনেছে কারও কারও। পাঠ্যবইয়ের বাইরে এসব নাম শোনারও কথা নয়।

সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমির ১৭তম স্বাধীনতার বইমেলায় ২৩ মনীষীর নামে কর্নারের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বেলুন উড়িয়ে চার দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন একাডেমির চেয়ারম্যান খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী ড. পবিত্র সরকার।

এর মধ্যে আছেন কবি নবীন চন্দ্র সেন, শশাঙ্ক মোহন সেন, মাস্টারদা সূর্য সেন, মনিরুজ্জামান ইসলামাবাদী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক, সাহিত্যিক মাহবুব উল আলম, আবুল ফজল, আবদুল করিম সাহিত্যবিশারদ, কবিয়াল রমেশ শীল, কবি ওহীদুল আলম, মাহবুব উল আলম চৌধুরী, সুচরিত চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ খালেদ, ড. মুহাম্মদ এনামুল হক, সাহিত্যিক চৌধুরী জহুরুল হক-নীলুফার জহুর, চট্টল গবেষক আবদুল হক চৌধুরী, আবদুল গফুর হালী, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া, বেগম ফাহমিদা আমিন-রুনু সিদ্দিকী,   লেখিকা মমতাজ সবুর।

শুধু নামকরণই নয়, প্রতিটি স্টল পৃথকভাবে ফিতা কেটে উদ্বোধন করেছেন বিশিষ্টজনেরা।

চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জিন্নাহ চৌধুরী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, জেএম সেন হল, এনায়েতবাজার মহিলা কলেজ, ডিসি হিলসহ বিভিন্ন স্থানে স্বাধীনতার বইমেলা করেছি। বেশ কয়েক বছর ধরে ডিসি হিলেই মেলার ভ্যেনু নির্ধারিত হয়েছে। আমাদের ঐতিহ্য হচ্ছে চট্টগ্রামের প্রয়াত মনীষীদের নামে কর্নার স্থাপন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

প্রয়াত একজন মনীষীর স্বজন নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, মনীষীদের নামে কর্নারের নামকরণ চট্টগ্রাম একাডেমির মহৎ উদ্যোগ। তবে শুধু নাম দিয়ে তো আর এসব অমর কীর্তিমানকে তরুণ প্রজন্মের হৃদয়ে ঠাঁই করে দেওয়া সম্ভব নয়। যদি ব্যানারে একটি সুন্দর ছবি থাকত, যদি এসব মনীষীর সংক্ষিপ্ত জীবনী স্টলে রাখা হতো তবে আরও বেশি ফলপ্রসূ হতো। আশাকরি, আগামী দিনে এসব মনীষীকে আরও বেশি সম্মানের সঙ্গে উপস্থাপন করবে একাডেমি।

এবারের মেলায় স্টল রয়েছে বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম একাডেমি, বলাকা প্রকাশন, শৈলী প্রকাশন, আদিগন্ত প্রকাশন, আবির প্রকাশন, দাঁড়িকমা, সপ্তডিঙা, কালধারা, চট্টগ্রাম মঞ্চ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি, বাতিঘর, শব্দশিল্প, অ্যাডর্ন, কারেন্ট বুক সেন্টার, বাবুই, গ্রন্থকুটির, চট্টগ্রাম লেখিকা সংঘের। এ ‍ছাড়া অতিথি লেখকদের জন্য বিশেষ একটি স্টল রাখা হয়েছে। প্রতিটি স্টলে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে রকমারি বই।   

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।