ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফ্রিজে নাশতার খামির সাথে কাঁচা মাংস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
ফ্রিজে নাশতার খামির সাথে কাঁচা মাংস!   চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য তৈরি ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে নগরীর বায়েজিদ থানাধীন ষোলশহর এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।

সনজীদা শরমিন বাংলানিউজকে জানান, বায়েজিদ বোস্তামি রোডের ষোলশহরের বেবিসুপার বাণিজ্যিক এলাকায় অভিযানে দেখা যায়, বিষাক্ত রং ও ফ্লেভার মিশিয়ে বেকারিপণ্য উৎপাদন করছে সম্রাট ফুড প্রোডাক্টস এবং দুর্গন্ধময় ফ্রিজে কাঁচা মাংস ও নাশতার খামি একসাথে রেখে বিকিকিনি করছে পাছাজিও ফুড। যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর।
এসব অপরাধে ভোক্তা অধিকার আইনে সম্রাট ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা ও পাছাজিও ফুডকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, র্মাচ ২৩, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।