ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে সন্ত্রাসীর গুলিতে দুই পুলিশ আহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
সন্দ্বীপে সন্ত্রাসীর গুলিতে দুই পুলিশ আহত

চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গ্রেফতার অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।  তবে পুলিশ জাফর আলম নামে ওই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে সন্দ্বীপ পৌরসভার হরিশপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্য হলেন সন্দ্বীপ থানার এএসআই আকবর হোসেন ও কনস্টেবল ফারুক হোসেন।

সন্দ্বীপ থানার ওসি সামশুল ইসলাম বাংলানিউজকে বলেন, জাফর ইয়াবার ব্যবসা করে।   চাঁদাবাজি, মারামারি, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় পাঁচটি মামলা আছে।

‘জাফরকে গ্রেফতার করতে গেলে সে আমাদের পুলিশ সদস্যদের উপর গুলিবর্ষণ করে।   এতে আমাদের দুজন পুলিশের পায়ে গুলি লেগেছে।   তবে তাকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। ’ বলেন ওসি

পুলিশের উপর গুলিবর্ষণের ঘটনায় জাফরের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।