ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএসসির ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
বিএসসির ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

চট্টগ্রাম: শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন(বিএসসি)। বুধবার সংস্থার ৩৯তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে ৬ কোটি ৭২ কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। গত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৯৪ টাকা, আগের বছরে ছিল ৩ দশমিক ৯২ টাকা।

৩০ জুন এর এনএভিপিএস দাঁড়ায় ৬১০ টাকা।

বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে বিএসসি’র পরিচালনা পর্ষদ শতকরা ১২ শতাংশ বোনাস শেয়ার সুপারিশ করে।

বুধবার দুপুরে অুনষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সভায় বিএসসি’র স্বতন্ত্র পরিচালক হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবদুল কুদ্দুসকে তিন বছরের জন্য নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়।

সভায় শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম হাবিবুর রহমান ভূঁইয়া। অন্যান্যের মধ্যে নৌ মন্ত্রনালয়ের সচিব আশোক মাধব রায়, উপদেষ্টা (অর্থ) মো. সাইফুল আলম হামিদি, নির্বাহি পরিচালক (টেকনিক্যাল) মো. সাঈদ উল্লাহ, নির্বাহি পরিচালক (অর্থ) বেগম ইয়াসমিন আফসানা, জিএম (অ্যাডমিন) মো. নওয়াব আসলাম হাবিব, সচিব মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৪ঘণ্টা, মার্চ ২২, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।