ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জন্মদিবসে রাউজানে বসেছে সূর্যসেন মেলা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জন্মদিবসে রাউজানে বসেছে সূর্যসেন মেলা

চট্টগ্রাম: বৃটিশ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাষ্টারদা সূর্যসেনের ১২৪তম জন্মদিবসে রাউজান উপজেলায় বসেছে সূর্যসেন মেলা।  উপজেলায় মাষ্টারদা সূর্যসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে।

জন্মদিবস উপলক্ষে বুধবার সকালে রাউজান কলেজ সংলগ্ন সূর্যসেন চত্বরে মাষ্টারদার আবক্ষ ভাস্কর্যে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী পক্ষে পুস্পস্তবক দেন থানা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, শ্যামল কুমার পালিত, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন ও জমির উদ্দিন পারভেজ।

এসময় মাষ্টারদা সূর্যসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনের ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।  ওই বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী মেলায় দেশি পণ্যের পসরা নিয়ে বিক্রেতারা বসেছেন বলে জানিয়েছেন শ্যামল কুমার পালিত।

 ১৮৯৪ সালের ২২মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় জন্ম নেন সূর্যসেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।