ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইয়ের সময় এলজিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ছিনতাইয়ের সময় এলজিসহ যুবক আটক ছিনতাইয়ের সময় আটক যুবক

চট্টগ্রাম: ছিনতাইয়ের সময় মোরশেদ আলম (২৮) নামের এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ২১ মার্চ (মঙ্গলবার) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলার হারবাংগীরির মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মোরশেদ একই উপজেলার চরণদ্বীপ বটতল এলাকার আবদুস সালামের ছেলে।
 
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, রাতে হারবাংগীরির মাজার এলাকা  নুরুল আজিম মিঠু নামের এক পথচারীর গতিরোধ করে তিনজন সন্ত্রাসী মিলে নগদ টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় ছিনতাইয়ের শিকার পথচারীর চিৎকারে  এলাকাবাসী ও টহল পুলিশ তাদের ধাওয়া দেয়।
 
এসময় দুইজন পালিয়ে গেলেও একটি দেশিয় অস্ত্র (এলজি), ২ রাউন্ড কার্তুজ ও ব্যবহৃত মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১১-৭৩৬২) উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।