ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলোর অভিযাত্রী আবুল মোমেনের সংবর্ধনা অনুষ্ঠান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আলোর অভিযাত্রী আবুল মোমেনের সংবর্ধনা অনুষ্ঠান শুরু

চট্টগ্রাম: 'আজি এ আনন্দ সন্ধ্যা' সম্মেলক গান দিয়ে শুরু হয়েছে কবি-সাংবাদিক আবুল মোমেনের সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে একুশে পদক পাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে আবুল মোমেন সংবর্ধনা পর্ষদ।

এ জনপদের নবীন-প্রবীণ কবি-সাহিত্যিক, নাট্যজন, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্য-সংস্কৃতিকর্মীর মিলনমেলায় পরিণত হয়েছে অনুষ্ঠানটি।

সংবর্ধনা উপলক্ষে রাশেদ রউফ, বেগম মুশতারী শফী, সুব্রত বড়ুয়া, সুভাষ দে, ড. আনোয়ারা আলম, শান্তনু বিশ্বাস, ওমর কায়সার, শৈবাল চৌধুরী, রুশো মাহমুদের মূল্যায়নধর্মী লেখায় সমৃদ্ধ একটি স্মারক প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।