ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশে পদক পাওয়া চার গুণীকে সংবর্ধনা দিচ্ছে সিআইইউ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
একুশে পদক পাওয়া চার গুণীকে সংবর্ধনা দিচ্ছে সিআইইউ

চট্টগ্রাম: একুশে পদক পাওয়ায় চট্টগ্রামের চার কৃতি সন্তান ইমেরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ছড়াকার সুকুমার বড়ুয়া, ওস্তাদ আজিজুল ইসলাম এবং সাংবাদিক আবুল মোমেনকে সংবর্ধনা দিচ্ছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

আগামী বৃহস্পতিবার সকালে সিআইইউ ক্যাম্পাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক।

শিক্ষা, ভাষা ও সাহিত্য, শিল্পকলা এবং সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেব ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, সুকুমার বড়ুয়া, ওস্তাদ আজিজুল ইসলাম এবং আবুল মোমেনকে ‘একুশে পদক ২০১৭’ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে উল্লেখিত ভেন্যুতে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১০২ঘণ্টা, মার্চ ২১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।