ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশে টেলিভিশনের ‘অ্যাওয়ার্ড নাইট’ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
একুশে টেলিভিশনের ‘অ্যাওয়ার্ড নাইট’ শুরু এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু

চট্টগ্রাম: একুশে টেলিভিশনের আয়োজনে শুরু হয়েছে ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট ‍জার্নালিস্ট অ্যাওয়ার্ড নাইট শীর্ষক অনুষ্ঠান।

এতে চট্টগ্রামের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সেরা পাঁচ সাংবাদিককে এক লাখ টাকা করে পুরস্কার ও সনদ দেওয়া হবে।

মঙ্গলবার (২১ মার্চ) রাত আটটায় রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র মেজবান হলে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একুশে টেলিভিশন এবং এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু।

 

অনুষ্ঠানে দীর্ঘ সাংবাদিকতা জীবনের চমকপ্রদ অভিজ্ঞতা তুলে ধরবেন কলকাতার সংবাদ প্রতিদিন’র যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে সংবাদকর্মীদের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেবেন একুশে টেলিভিশনের এডিটর ইন চিফ এবং সিইও মনজুরুল আহসান বুলবুল।

বক্তব্য রাখবেন ব্রাইট ও ব্রিলিয়ান্ট সাংবাদিক নির্বাচক কমিটির প্রধান একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও কবি আবুল মোমেন।

সবশেষে থাকবে বলিউডের গায়িকা মোনালি ঠাকুরের পরিবেশনা।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।