ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পেনিনসুলায় ভোজন রসিকদের ‘থালি উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
পেনিনসুলায় ভোজন রসিকদের ‘থালি উৎসব’ পেনিনস্যুলায় থালি উৎসব, ছবি: সংগৃুহিত

চট্টগ্রাম: নগরীর অভিজাত হোটেল ‘দি পেনিনসুলা চিটাগং’ এর জিইসি ওয়েস্ট রেস্তোরাঁয় ভোজন রসিকদেরজন্য ‘ইটস থালি টাইম’ থালি উৎসব শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

 

সোমবার (২০ মার্চ) এ থালি উৎসবের উদ্বোধন করেন ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার। এসময় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রামের শ্রীলংকান কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এইচকে ইশান্থা, পেনিনসুলার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

থালি উৎসবে বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ ও উত্তর ভারতের খাবারের স্বাদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের খাবার সুসজ্জিতভাবে ৪টি ভিন্ন থালিতে ভোজন রসিকদের জন্য পরিবেশন করা হয়। যেটি এ উৎসবের আকর্ষণীয় দিক।

পেনিনসুলার জিইসি ওয়েস্ট রেস্তোরাঁয় থালি উৎসবটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।