ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তক্ষকসহ আটকের পর দেবর-ভাবীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
তক্ষকসহ আটকের পর দেবর-ভাবীর কারাদণ্ড আটক দুজন

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানায় তিনটি তক্ষকসহ আটক দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  তক্ষক তিনটি চট্টগ্রাম চিড়িয়াখানায় অবমুক্ত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে নগরীর অক্সিজেন মোড়ে তক্ষকসহ আটক হন রাজিয়া খাতুন (৩৫) ও আলী আহমেদ চৌধুরী (৪২)।   উভয়ের বাড়ি ঝিনাইদহ জেলা সদরে।

সম্পর্কে দুজন ভাবী ও দেবর বলে বাংলানিউজকে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন।

রাঙামাটির বরকল থেকে তক্ষকগুলো সংগ্রহ করে তারা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে জানান ওসি।

আটকের পর দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৫ ধারায় কারাদণ্ড দেন।

ওসি জানান, আটকের পর তারা জানিয়েছেন, প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণী তক্ষক সংগ্রহ করে বিক্রি করাই তাদের পেশা।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।