ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতার বইমেলায় আসছেন পবিত্র সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
স্বাধীনতার বইমেলায় আসছেন পবিত্র সরকার স্বাধীনতার বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন খ্যাতিমান ভাষাবিজ্ঞানী ড. পবিত্র সরকার।

চট্টগ্রাম: নগরীর ডিসি হিলে চার দিনব্যাপী স্বাধীনতার বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন খ্যাতিমান ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. পবিত্র সরকার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল পাঁচটায় সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমি আয়োজিত ব্যতিক্রমী এ মেলার উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

আলোচক থাকবেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুবুল হক, একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক কবি-সাংবাদিক রাশেদ রউফ, লেখিকা ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ।

সভাপতিত্ব করবেন বইমেলা উদযাপন পরিষদ আহ্বায়ক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।

সন্ধ্যা সাতটায় কবি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘কবি সম্মিলন’।

২৪ মার্চ সকাল ১০টায় সংগীত প্রতিযোগিতা উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মৃণাল ভট্টাচার্য। বিকেল চারটায় আবৃত্তি প্রতিযোগিতা উদ্বোধন করবেন বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন। বিকেল সাড়ে পাঁচটায় ‘চট্টগ্রামে সাহিত্যচর্চা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সাহিত্যিক ফেরদৌস আরা আলীম। প্রধান অতিথি থাকবেন বিজ্ঞানলেখক সুব্রত বড়ুয়া। আলোচক থাকবেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির উপাচার্য ড. মো. আবুল কাসেম, কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস, সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। সন্ধ্যা সাড়ে সাতটায় গল্পকার দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘শিশুসাহিত্যিক সম্মিলন’। ২৫ মার্চ বিকেল তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন গল্পকার দীপালী ভট্টাচার্য। বিকেল সাড়ে পাঁচটায় ‘মুক্তিযুদ্ধের পটভূমি ও সমকালীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। আলোচক থাকবেন অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।

২৬ মার্চ সকাল সাড়ে ১০টায় শিশু সমাবেশে সভাপতিত্ব করবেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫’র প্রাক্তন চেয়ারম্যান খালেদা আউয়াল। প্রধান অতিথি থাকবেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। বিকেল সাড়ে চারটায় মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা পাঠ। বিকেল সাড়ে পাঁচটায় লেখক-পাঠক সম্মিলনে সভাপতিত্ব করবেন কবি ওমর কায়সার। প্রধান অতিথি থাকবেন বংশীবাদক ক্যাপ্টেন (অব.) ওস্তাদ আজিজুল ইসলাম। আলোচক থাকবেন চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, কবি আবু তাহের মুহাম্মদ, রম্যসাহিত্যিক সত্যব্রত বড়ুয়া, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল।

সন্ধ্যা সাতটায় সমাপনী অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সম্মাননা। সংবর্ধেয় মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন আহমেদ, আবদুল আহাদ চৌধুরী ও শফিক আহমেদ মুন্সী। সভাপতিত্ব করবেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত, ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মাহমুদ ও প্রাবন্ধিক সাখাওয়াত হোসেন মজনু।

চার দিনের অনুষ্ঠানে দলীয় সংগীত ও আবৃত্তি করবে উদীচী, বোধন, প্রমা, রাগেশ্রী, তারুণ্যের উচ্ছ্বাস, সংগীত পরিষদ, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, বৃন্ত, অভ্যুদয়, বসুন্ধরা, শব্দরূপ বাচিক পাঠশালা ও উঠোন।

একক আবৃত্তিতে অংশ নেবেন বাচিক শিল্পী রণজিৎ রক্ষিত, শাহাদাৎ হোসেন নিপু, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, রাশেদ হাসান, ফারুক তাহের, নিশাত হাসিনা শিরিন, দেবাশীষ রুদ্র, হাসান জাহাঙ্গীর, মসরুর হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, শরীফুন্নেসা সেহেলী। একক সংগীত পরিবেশন করবেন মানস পাল চৌধুরী, শ্রেয়সী রায়, মৃণালিনী চক্রবর্তী, লাকী দাশ।

বিভিন্ন মনীষীদের নামে বরাদ্দকৃত স্টলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা একাডেমিসহ ২৫টি প্রতিষ্ঠানের নতুন বই পাওয়া যাবে বিশেষ কমিশনে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।