ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভুয়া ড্রাইভিং লাইন্সেসসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ভুয়া ড্রাইভিং লাইন্সেসসহ আটক ৩

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে বিপুল পরিমাণ ভুয়া ড্রাইভিং লাইন্সেস ও জাল সিলসহ প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

 
সোমবার (২০ মার্চ) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. শাহ আলম (৫৩), মো. সেলিম মিয়া (৪৮) ও মো. আলম (১৯)।
 
র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মিমতানুর রহমান বাংলানিউজকে জানান, র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে শুলকবহর এলাকার আল মাদানে রোডের ইদ্রিছ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪২টি বিভিন্ন ব্যক্তির নামে করা মোটর ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ব্যক্তির ৬টি জাতীয় পরিচয় পত্র, ৩০টি বাংলালিংক সিম,  ৩৫টি বিভিন্ন জেলার পুলিশ সুপার, থানা অফিসার ইনচার্জ, এসআই, এএসআই, বিআরটিএ অফিসার, সিটি কর্পোরেশন, মেডিকেল অফিসারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রস্তুতকৃত সীল, ২টি স্ট্যাম্পপ্যাড, ১০০টি পেশাদার চালকের লাইসেন্স এর আবেদন ফরম, ৫৫৬টি অপেশাদার চালকের লাইসেন্সের আবেদন ফরম।
 
৩০টি বিভিন্ন জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা কর্তৃক ভিআর তদন্ত প্রতিবেদন ফরম (অপূরণ কৃত), ২৫টি বিভিন্ন ব্যক্তির নামে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স এর শিক্ষানবিস ফরম, ২৫টি বিভিন্ন ব্যক্তির ছবি ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ পূরণকৃত পেশাদার চালকের লাইসেন্সের আবেদনপত্র, ৬০ টি শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম, ৪টি বাংলাদেশ রোড ট্রান্সেপোর্ট অথরিটি কর্তৃক প্রাপ্তি স্বীকার রশিদ, ৬০টি বিভিন্ন জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবরে ইস্যুকৃত পেশাদার চালকের লাইসেন্সের আবদেন ফরম।
 
আটক শাহ আলম কুমিল্লা জেলার চান্দিনা ইলিয়টগঞ্জের রাণীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। সে বর্তমানে নগরীর শোলকবহর আলমাদানী রোডের ইদ্রিস মিয়ার কলোনীতে থাকে।
 
সেলিম মিয়া ভোলা জেলার লালমোহনের নিচতলা বাজারের চর মুলার গ্রামের মৃত মো. ইদ্রিছ মিয়ার ছেলে। সে বর্তমানে নগরীর বাকলিয়া এলাকার খাসিয়াপাড়ায় থাকে।
 
মো. আলম ভোলা জেলার লালমোহন থানার কালামুলা গ্রামের মৃত আব্দুল মতলবের ছেলে। সে বর্তমানে চকবাজার ডিসি রোডে থাকে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।